খাদ্যের মত সৌন্দর্যও হজম করতে হয়
ধীরে ধীরে, স্থিরভাবে ও নীরবে;
খাদ্য খেলে যেমন বদহজম হয় অনেক সময়
সৌন্দর্যও মাঝে মাঝে মানুষের অন্তরে
বদহজমের কারণ হতে পারে।
যারা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন না
তারা কখনোই ফুলের বাগান করেন নি,
বরং বাগানে ঢুকে ফুল ছিঁড়ে নিয়েছেন বারবার।
যে সব পুরুষ নারীর সৌন্দর্যকে মেনে নিতে পারেন না সহজে
যাদের চোখে-মুখে হটাৎই জেগে ওঠে কাম-তৃষ্ণা,
তারা উপভোগ করবেন কি করে নারীর কোমল ত্বকের আলতো স্পর্শ
কিংবা নরম প্রেমের উষ্ণ সমাহার?
ওই পুরুষেরা আর যা-ই হোক এক একজন ধর্ষক ভিন্ন কিছু নন;
এরাই জোরপূর্বক ধর্ষণপ্রথাকে টিকিয়ে রখেছেন বহালতবিয়তে।
আমাদের সকল ঘৃণা আজ তাদের ঘিরে
আমাদের সকল প্রতিবাদ আজ তাদের নিয়ে
যারা নারীকে নারী না ভেবে কেবল পণ্য ভেবে আসছেন,
যারা নারীকে শক্তি দিয়ে দলিত-মথিত করে আসছেন যুগের পর যুগ!
জয় নারী
জয় সংসার-সমাজ-জগৎ।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৩ জুন’১৮