উল্কা পতনের মত হটাৎ জ্বলে ওঠে হৃদয়
ধোঁয়া নেই কিছু তবু যেন সব ধোঁয়াময়;
ব্যথারা সাঁ সাঁ করে আসে হৃদয় বরাবর-
তারপর সবকিছু ভেঙে দিয়ে চলে যায়ও হটাৎ!


জ্বলন্ত পিন্ডের মত মনে হয় হৃদয় আজ, মনে হয়
সহস্র বছর ধরে মর্মরে পুড়ে পুড়ে খাক হয়ে আছি,
তোমার অনুপস্থিতি এতোটা বেদনার হবে, হায়!
আমি আগে বুঝি নি, বুঝি নি, বুঝি নি- এখন বুঝি।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৪ অক্টোবর’১৮