সক্রেটিস বেঁচে থাকলে তিনি কী ‘সত্যি কথা’ বলতে সাহস করতেন আজ?
ভাবতেই জমে উঠে অজস্র লাজ!
ছি, কী মানুষ হলাম- বুকের মধ্যে কথা পুষেপুষে ঘা’ বেঁধেছি
প্রাণের ভয়ে লুকোতে লুকোতে প্রাণটাকে স্রেফ খেলনা বানিয়েছি!
তারপর মুখ ফুটে বলতে পারি না কথা;
প্রতিবাদের ভাষা হবে ভেবেছি, কেবল নীরবতা।
কিন্তু কী হলো তারপরও দেশে
দাঁতে যার জোর বেশি সে-ই তো অন্যক ধরে কষে!
তাবৎ এ দেশভূম আজ লুটে খায় উইপোকার দল,
পোকাদমন কর্মসূচি সবও আসলে ছল।


নির্ঘাত সরল বলেই আমরা সব মেনে চলি?
নিশ্চিত মৃত্যু জেনেই কী আমরা অতি সাবধানে বলি?
কোন দিন দেখা যাবে, ঘুম থেকে জেগে
তামাম দুনিয়া পুড়ে ছাই- কারণ সরকার ও বিরোধীরা উভয়ই আছেন রেগে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৬ ফেব্রুয়ারি’১৮