ঘরের মায়া ছেড়েছি বলে বিশ্ব মায়ায় বাঁধা-
তোমাকে হারিয়ে পেয়েছি আজ সর্বময়ী রাধা।


কোলের কাছে ছিলাম যখন
কাছ ফিরিয়েও চাওনি তখন
অজুহাতের নানান ফর্দ এটে- ধরেছিলে ধাঁধা।


বেলা যখন ফুরিয়ে যাবে, বুঝবে ‍তুমি বুঝবে
হাতগুটিয়ে বসে বাটে, দেহ লটিয়ে তোমা খাটে
দু:খের জ্বালায় জ্বলবে শুধু, কিছু না বলবে;


কইতে গেলে কথা কেউ
করবে তুমি ভেউ ভেউ
হাত বাড়িয়েও পাবে না আর আমার মত গাঁধা।


১৪ নভেম্বর’১৭, রাত, ইস্কাটন, ঢাকা