স্মৃতি কি মুছে যায়? মন থেকে? দেহ থেকে?
তারপর ঘর থেকে? ধরা থেকে- চিরদিন?
নাকি মনের ওপর পর্দা পড়ে ঘটনাক্রমে-
তারপর মুছে যায় স্মৃতির সব ঋণ?


কাছ থেকে যে চলে যায় দূরে হটাৎ
তাকে কি পাওয়া যায় কাছে আর?
হৃদয়ের চেয়ে কাছে কি আছে আপন-
সব ঋণ শেষ হয় কাছে এলে যার।


মৃত্যু দিয়েই কি কেবল দূরের যাত্রা
কাছে থেকে কি কেউ মৃত নয়?
ধূলিতলে গিয়ে কি কেবল মানুষ ফুরায়!
কিছু মানুষ জেগে ওঠে নিশ্চয় মহাবিস্ময়ে।


ইস্কাটন, ঢাকা, রাত, ১২ অক্টোবর’১৮