দুঃখগুলো না চাইতেই যেন পেয়ে যাই অনিবার্য সত্যের মত:
শীতে জানালার ফাঁক গলে হিমেল হাওয়ারা জড়ো হয় যেমন
বুকের ভেতরের জোয়ারের জলে যতই ঠেলি বেদনা সমাহার
কান্নারা তবু অবোধ শিশুর মত পিছু ছাড়ে না যে আর!


হাঁটি-চলি
ঘুরি-ফিরি-বলি;
হাসি-হাসাই
তারপরও যেন আমাতে ‘আমি’ নাই!


অনেক জনের মাঝে নিজেকে একা লাগে
একা হলেও বড্ড একা লাগে নিজেকে- বড্ড একা।


দুঃখ কী নিয়তি হয় কারও?
তাহলে দুঃখকে মেনে নিতে হবে আরও?
দুঃখের দহনে পুড়ে যে অঙ্গার
তার কেন তবে সুখের তৃষ্ণা জাগে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২২ অক্টোবর’১৮