শূন্য নীল সমুদ্র পানে চেয়ে থেকে থিতু হওয়াও ঢের ভাল
তোমাদের রঙের মিথ্যে প্রসাদে না ভুলিয়ে এই অবুঝ মন,
বরং কানামাছি খেলে একা অজস্র সময় পার করা ঢের ভাল
তোমাদের শঠতার বিচিত্র সান্নিধ্যে না গিয়ে- একাই আপন!


রোদ্র করোটিতে পড়ে রবো- যতোদিন নক্ষত্ররা ভালোবাসে-
তবু তোমার সান্নিধ্যে মাতাল হতে চাই না হে কোন আশ্বাসে।


ইস্কটন, ঢাকা, বিকেল, ২৯ জুন’১৮