তার চেয়ে এই ভালো ঢের- পড়ে রব স্থির শান্ত
পাশ দিয়ে বয়ে যাবে প্রমত্ত নদী; পানকৌড়ির
কোলাহলে প্রতিদিন ঘুম জাগবে স্বপনের। অক্ষিহীন
নেত্র মেলে আমি চেয়ে রব আকাশের ধূ ধূ নীলে-
নক্ষত্রদের সাথে হবে কথা নীরবে-গোপনে। সাথে রোদ্রে
জ্বলে খাঁটি হবো নয় মাস, দুই মাস ভিজবো ধুম জলে;
বাকি সময় বসন্ত-বনে মনে মনে ঘুরে ঘুরে কাটিয়ে দিবো
অজস্র বছর মাস- যুগযুগান্তর।


মেঠপথ ধরে যদি বা আস কোনদিন ভুল করে
এই পথে- আমার শায়ন-শাসনে; আমার স্মৃতিরা
হয়তো অদ্ভুতভাবে নীল-স্বাগত জানাবে তোমাকে
সেদিন, গ্রহান্তর ভেদে করে আসা নক্ষত্রের মত তাহলে
জ্বলে উঠবে কী তখন হৃদয় তোমার- মমতায়,
ভালোবাসায় কিংবা ঘৃণায়?


মিরপুর, ঢাকা, রাত, ১১ মে’১৮