বিরহের চিতায় অগ্নিদগ্ধ মন
চায় নি কো হেলা করে তোমার পদার্পন
অন্তত কান্নাজরা কণ্ঠে বিনয়ের সাথে দাঁড়াবে পাশে
তারপর না হয় হলো তোমার অভ্যস্ত পথে গমন!


তুমি আজ বড় বেশি স্বার্থ পর হয়ে গেছ
তুমি আজ বড় বেশি ভোগ বিলাসী হয়ে পড়েছ
ভালোবাসার তিলঠাই নেই তোমার রাজন্যে
তুমি আজ এতো কিছু রানী কিভাবে পারছ?


ইস্কাটন, ঢাকা, দুপুর, ১৫ অক্টোবর’১৭