আর কত দূর? কত দূর হেঁটে গেলে তোমাকে পাবো যামী?
নির্মল অন্ধকার ঘন বন্ধুর পথ ধরে হেঁটে হেঁটে ক্লান্ত আমি-
জ্বলন্ত সূর্যকে দেখেছি নিভে যেতে পথের প্রান্তে অগণন বার,
তোমাকে তবু পাই নাকো কাছে- ফুরাবার আগে যে আর!


হৃদয় চিটা হয়-
সোনালী দিনগুলো ফুরিয়ে যায় ধূসর দিনের নিঃষ্প্রভ আলোয়,
তোমাকে পাবার বাসনা তবু নিত্য কুঁড়ে খায় এই ভষ্ম হৃদয়!
কোথা তুমি? কোথা গো আছ হে হৃদয় দোলানীয়া?


ইস্কাটন, ঢাকা, রাত, ২৩ অক্টোবর’১৮