বিশাল বিপুল সমুদ্রের মতো
দিকবিদ্বিক তাল-শূন্য
সময়ের স্রোতে ভেসে অবিরত
দিকহারা নাবিক আমি আজ।


তরী আমার ভেঙে চৌচির,
অসীম জলরাশি
ভঙছে মনের প্রাচীর
আঘাতে আঘাতে প্রতিদিন।


তোমাকে ডাকলাম, তুমি শুনলে কি শুনলে না
সাড়া তো পেলাম না কিছু
তোমার আশ্রয় প্রার্থনা করলাম, তুমি দিলে না
না কি পার নি দিতে- জানতেও পারলাম না তার।


এখানে কালো জলে হাঙ্গরের সাথে লড়াই নিত্য আমার,
তুমি মহা শক্তিমান
তাতে কি আবার?
তোমার আশ্রয় তো হলো না- করুন দিনেও।


তাহলে তুমি কেন? কেন তোমায় দরকার হয়
নাম কীত্তনে কেবল?
যে নিষ্ঠুর অক্ষম দুর্বল অসহায়
তার দয়া কী দরকার হয়, এটি কী সম্ভব!


বরং তুমি তোমার মতো
আমি আমার মতো-
জীবনের সব দায়ভার
যার যার তার তার।


হিসাবের খাতার ভয়
আমাকে আর দেখিও না প্লিজ,
খাতাটাই রাখব না আর- ছিড়ে ছুড়ে দিবো ডাস্টবিনে আজ।
সব ভুল, সব ভুল- মেকি আর অসার।


ইস্কাটন, ঢাকা, ২২ সেপ্টেম্বর’১৭, সকাল