গোলাপ হয়ে প্রস্ফুটিত হলাম তুমি একবার ধরবে বলে
কাঁটা লাগবে ভেবে তুমি ধরলে না,


প্রদ্বীপ্ত আলো হয়ে সমুখে এলাম প্রভাকর রূপে দিনে
গা পুড়বে রোদে ভেবে বাইরে তুমি বের হলে না,


পবন-ভেলায় মেঘ হয়ে এলাম তোমার উঠোন কোণে
ঝড়ের ভয়ে ঘরের বাইরে তুমি তাকিয়ে একবার দেখলে না,


বৃষ্টি হলাম ছাদে তোমার গা’টি ছোব এই অছিলায়
ঠান্ডা লাগবে ভেবে ছাদে এসেও তুমি ভিজতে এলে না,


পাখি হলাম তোমার জন্য আকাশেতে দাপাদাপি-
গাছ থেকে গাছ উড়ে গেলাম তাতেও তোমার দৃষ্টি নেই,


ভালোবাসার রঙ ছড়িয়ে অসীমে হলাম রামধেনু
তখনও তোমার ব্যস্ততা- নেই কো সময় এক পলক,


ভালোবাসার সমস্ত অজুহাত খুঁজেও তোমার মন না পেলাম
প্রশ্ন জাগে মনে, তুমি কী আসলে মানুষ, না হৃদয়হীন একটুকরো প্রস্তর খন্ড?


ইস্কাটন, ঢাকা, সকাল, ২৮ সেপ্টেম্বর’১৭