তোমার সৃষ্টির প্রতি তোমার যে আকর্ষণ-বিকর্ষণ
সেখানেই তো রহস্য অসীম:
কোথাও সু্উচ্চ পাহাড়, কোথাও সীমাহীন সমতল
কোথাও নিয়ত জলধার, কোথাও খেলা করে বিচিত্র ভুজঙ্গম।
কারে হাসাও কারে কাঁদাও তুমি
শূন্য করো কারে, কারে পূর্ণ করো অবিরত
তোমার বিচিত্র রহস্যাধারে অপ্রকাশ সব-
কারও স্বপ্ন জাগায়, কারও ঘর ভাঙ্গায় অহোরাত।
তোমার ছলনাজালে তোমার মোহ-মায়ায়
তোমায় ভুলে তোমার চরণের ছায়
আজি এ আর্জি, এ দেহে দিও না কো জ্বালা আর
তোমার সৃষ্টির প্রতি করোনা কো হে এই অবিচার।
জন্ম হতে দিয়েছ দহন
সংসারেতে তা করেছে বহন,
একদিকে করুণা তোমার: অসীম ভালবাসা-সেই,
আমার কী সে সাধ নেই?


ইস্কাটন, ঢাকা, রাত, ১৬ জানুয়ারি’১৮