গর্তটা শুন্য থাকে না
ভরে যায়
পানিতে না হয় বালুতে
অথবা ময়লা-আবর্জনায়।


তুমি নেই- রানী- তোমার শুন্যতা
ভরে চলছে আজ
রোস্টেড হাঁসেরা
সকালে, বিকেলে ও রাতের টেবিলে।


আমাদের দুজনার জীবন
ক’দিন আগেও ছিল কূলহীন সমুদ্রে যাত্রা,
আমাদের সেই যাত্রায় তুমি ধরেছিলে হাল
আর আমি ছিলাম ইঞ্জিনে- হাতে ধরে পাল।


অথচ সেই যাত্রার কষ্ট অনুভূতি
ভাললাগা ভালবাসাবাসি
পচাঁ আর বাসি খাবারের মত
ঘরের কোনে ডাস্টবিনে পড়েে আছে আজ।


অ-থৈ সমুদ্রের ক্লান্তি হতে
দুজনার,
ভালবাসা হতে পলকের
কত সহজে ভুলিয়ে রেখছ
নিজেকে রানী!


আমি জানতাম, তুমি পারবে-
আমাকে ভুলে থাকতে, ভুলে যেতে
বলেও ছিলাম, ‘তুমি পারবে’
তবে এতো দ্রুত পারবে
বিধাতাও কি জানতেন আগে?


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ মে’১৭