আকাশে আজ আর বজ্র চমকায় না
সন্ত্রাসীর অস্ত্র ঝলসায়;
বাতাসে আজ আর পুষ্প-সুবাস ভাসে না
ককটেল-পেট্রোল বোমার দুর্গন্ধ ছড়ায়!


দিকে দিকে হররোজ বোমা ফাটে
ধোঁয়ান্ধ নগরীর মানুষেরা ছোটে-
তারপরও জিম্মি জনতা হেথা জিম্মি দেশ,
তারপরও হয় না এই অস্ত্রের খেলা শেষ!


অস্ত্রের আঘাতে কোলে মরে বেড়ে ওঠা শিশু
অস্ত্রের আঘাতে খন্ড-বিখন্ড হয় দেবতা-যীশু।


এখন কেউ নয় নিরাপদ আর কেউ নয় স্বাধীন
সকলেই অস্ত্র-শক্তির অধীন।


আজ মরে সাংবাদিক, কাল মরে নেতা-
অস্ত্রের কাছে জ্বলে শিক্ষকের চিতা!


কতটা অসহায় হায়, কতটা দুর্বল হলে সময়
শ্রেষ্ঠ এই জাতির কপালে এমন দুর্দশা হয়!


ইস্কাটন, ঢাকা, রাত, ৩ মার্চ’১৮