তুমি এমন যে
তোমার হৃদয়ে ‘ভালবাসা’র তিল কণাটির অস্তিত্বও আর নেই,
সেখানে বুলড্রোজার বা ড্রেজার চালিয়েও লাভ নেই।


তুমি এমন যে
তোমার হৃদয় হতে দেবতারা বাস্তুচ্যুত বহু বহু-দিন আগেই;
তোমার অস্তিত্বে তাদের বিচরণ এখন ধূয়াশা মাত্র।


অথচ তুমি রোজ মন্দিরে যাও
ফুল তুলে অঘ্য দাও;


অথচ তুমি কোমনীয় সাঁজ সদা
হাসিতে
কথায়,
আসলে তা নও তুমি- নিশ্চিত নিষ্ঠুর।


তোমার কথা শুনে সষ্যেদানারাও উদয় হয় না ভূমির বুক চিরে ফের,
তোমার বিচরণ ক্ষেত্রে শকুরেরাও এরিয়ে চলে,
অথচ তুমি নিজেকে মানুষ ভাবছ
যারা দেবতাদের প্রতিনিধিত্ব করতে ধরায় এসেছে!


তোমার চোখে হিংসার লেলিহান শিখা
নিত্য ঘর পুড়ায় অজস্র মানুষের,
তোমার বুকের জ্বালায় জ্বলে ঘরহারা- শরণার্থী অজস্র দেবতাশিশু;
তারপরও তুমি নিজেকে মানুষ ভাবছ পাষাণী?


রাত, ইস্কাটন, ঢাকা, ১৫ সেপ্টেম্বর’১৮