তোমাকে বললাম, তুমি কি মোর পাখি হবে বিরহের?
তুমি বললে, তাতে কি লাভ আমার?
বললাম, আমার বিরহ-জ্বালার সাথী হবে এইতো, আর কি লাভ চাও তুমি?
বললে, তাতে কি আমার প্রহরে প্রহরে আহারের নিশ্চয়তা হবে, অন্তর্যামী?
বললাম, সে কি? তা কেন? তবে যদি প্রয়োজন হয় দেব
তুমি বললে, জেন, তবেই আমি বাধ্য তব।


দুঃখগুলো যখন বুকের মধ্যে ঝিলিক দিয়ে উঠবে
বর্ষার মাছের মতো, তুমি তখন বুকে আমার হাত বুলিয়ে দেবে
ভেবে ছিলাম, কষ্টগুলো হজম হবে বাঁচতে গিয়ে,
তুমি তা করলে না প্রিয়ে!


আজ বলো, আমার কোন কিছুই ভাল লাগে না তোমার,
নিশিদিন তোমাকে ঘিরে থাকে অজস্র ব্যথার পাহাড়।
আর যে ব্যাথা দিয়ে চলেছ এতোগুলো বছর তুমি প্রহরে প্রহরে কেবল,
আমি কাকে দেখাই বল, সেই মুছে নেয়া অশ্রুজল?


ইস্কাটন, ঢাকা, মধ্যরাত, ২০ জানুয়ারি’১৮