অন্তরে বড় বিতৃষ্ণা জমা হয়ে আছে
জমা হয়ে আছে পুঞ্জিভূত ক্ষোভ রাগ ঘৃণা,
কখন যে বড় কোন ভূমিকম্পন আহবান করে বসি
কখন যে বিপর্যয় নিয়ে আসি ডেকে ভয়াল সমুদ্রের গর্জনে
বুঝতে পারছি না।
কেবল বুঝতে পারছি- কিছু একটা ঘটছে
আমার চারপাশে আমার ভেতরে আমার সামনে আমার অগোচরে
ভয়ে ভয়ে, নির্ভয়ে, সংশয়ে-সংকটে’
তার রাশ টেনে ধরার সাহস বৈ আছে, তবে কখন কিভাবে
কোন যুক্তির দাপটে-
ধরতে পারছি না।
মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় ভাগার আজ আমার হৃদয়
সেখানে সবকিছু মরে-পঁচে সহজেই অসার হয়,
মনে হচ্ছে, এই আমাকেই গড়া করা হয়েছে বিদ্যমান সময়ের ত্রাণকর্তা রুপে
তাই আমাকেই পারতে হবে, কারণ এছাড়া কোন উপায় নেই আর।
কিন্তু বয়ে চলা রাগ ক্ষোভ ঘৃণা
পাঁজরের হাড় ভেদ করে বাইরের শাক্ত-দুনিয়াকে কতটুকু আঘাত পারবে?
এই ভাবনাগুলো কী আমাকে তাড়িত করে ফিরছে
মগজ হতে রক্তে-রন্ধে!
বুঝেও বুঝতে পারছি না। তবে পারবি কি?


ইস্কাটন, ঢাকা, রাত, ৭ মার্চ’১৮