ভালোবাসা সরিষা ফুল হয় কখনো সখনো
জানো কি তুমি তা?
বিশাল বিপুল আকাশটাও একদিন ক্ষীন হয়ে যায়
বাবুই’র বাসার মতো দ্যোদুল্যমান! জানো?


তুমি না জানলেও ক্ষতি নেই- পৃথিবীর
তোমার মেদ যতোদিন আছে
ভালোবাসা নামের লাল দোলনায় তুমি নেঁচে চলো,
আমিতো কেবল রঙিন দৃশ্য অবলোকন করছি।


যেদিন থাকবো না সেদিন বুঝবে- কী হারালে!
‘ভালোবাসা’ কথাটিও তোমার জন্য নয় একটিবার
কারণ তোমাকে কেবল ঘৃণা করা যায়  
ভালোবাসা যায় না।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৯ সেপ্টেম্বর’১৭