ভালোবাসারা আজ মনে হয় ধূসর সবুজ মাঠ-
সামিয়ানাবিহীন উদর আকাশের নীচে তাহাদের অনন্তকাল বসবাস,
কোলে তুলে ধরিবার কেহ নাই যেন আর- পৃথিবী শ্মশানঘাট
এক; হৃদয়হীন মানুষের কোলাহলে শুধু পূর্ণ বসতঘর,
সনাতন প্রেয়সীর সমগ্রাবেগ ঘিরে থাকে এখন তাহার প্রিয়তম বর!


নীল হতে চেয়ে সুদূরের লীন হয়ে থাকি বিরহে তাই
ধরে থাকি শুকনো-খরকুটো-কণা ভালোবাসার গঁন্ধে যা-পাই;
মহাকাল মহাকাল অপেক্ষা যে পথ চেয়ে
বুঝি সে আসবে একদিন সে পথেই অশ্রুছেয়ে!


ইস্কাটন, ঢাকা, প্রথম প্রহর, ১৭ মার্চ’১৮