একবারই এসেছিল ভালোবাসা
সে একবারই জড়িয়ে ধরেছিল হাতে তার।
ভালোবাসা চেয়ে চেয়ে খুইয়েছি জীবন সম্পদ,
ভালোবাসা ছাড়া আমি চাইনিক কিছু আর।
যে বৃষ্টি জলে আমি ভিজেছি বহুদিন- একান্তে বহুবার
সে তো ভালোবাসা- তার চোখেই দেখেছিলাম সে’বার।
তবু পারি নি রাখতে ধরে- বাঁধিতে বাঁধনে
কেঁদেছি অস্ফুত বচনে কেবল সে-রাতে নয়নে নয়নে।
আজও বুঝি ভালোবাসা যদি বাসে কেউ আর
ক’জনা পরে বল, তোমার মত বাসিতে একান্ত আপনার!
সে-দিন বসন্ত-দিন হতো আজ হয়েছে মলিন, রেখা তার যায় নাকো দেখা।
তবু কি সেই আনন্দ-দিন ব্যথাভরে স্মরে কাঁদ প্রিয়, গোপনে একা একা?


ইস্কাটন, ঢাকা, রাত, ৮ জুন’ ১৭