ক্ষণকাল আকাশের রং যদি ঢেকে থাকে মেঘ
বাতাসের প্রবল বেগ
কতদিন তার কাছে হার মানে
নিশ্চুপ অসহায় হয়ে মনে মনে?
তোমার আমার মাঝে আজ সুচারু দেয়াল,
তাতে কী- ভালবাসা কী তাতে বাঁধা পায়?
যেভাবে সূর্য সুদীর্ঘ কাল আপনার গতিতে অবিচল
একইভাবে সব সময়
যেভাবে ফুল তার গন্ধ ধরে রাখে আপন পরাগে
যেভাবে পৃথিবীর সমস্ত মানুষ ভালবাসে অনুরাগে
বংশপরম্পরায়,
সেভাবে আমার ভালবাসা এখনও সজীব
চির নবীন অমর অজর অক্ষয়।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৩ মে’১৭