গ্রামগুলো দখল করে চলছে
পোড়ামাটির করাল গ্রাস,
আর শহরগুলো ক্রমাগত
মাথায় ঠেলছে নীল আকাশ।


পাখিগুলো হন্যে আজ- দিশেহারা
উড়বে কোথায়- বসবে ডালে
এমন জায়গা তারা কি পায়!
পাবে কি আর কোথাও গেলে?


কাক-চিলেদের ছোট্ট আবাস-
পারছে কি দিতে এ নগর-সমাজ?
বন্দীজীবন- ণাভিঃশ্বস আনে চার দেয়াল,
শহুরে জীবন মানে নিত্য মৃত্যু-করাল।


মুক্ত আকাশ, শিশির-ঘাস
ভুলেই গেছি আজ সাবই,
নগর ভিন্ন যে জীবন আছে
ফেলেছি হারিয়ে আজ সেই খেই।


ইস্কাটন, ঢাকা, সন্ধ্যা, ৬ মে’১৭