হে, এবার ধুলায় লুটাও উর্ধ্বাশা তোমার
বল্গা ধর আশার পথে এ’বার।


সফল কাজে বিফল হয়ে ফিরে
কার কাছে যাবে আর ভীড়ে!
সর্বনাশা হলো আশা
আশায় দেবে কে ভরসা,
জলের ঢেউয়ে না জাগে যদি তরী
কাহারে আজ করবে আপনারী?


স্বপ্ন বুনে স্বপনচারী
দীঘল রাত্রির হাল ধরি’
দিনের আলোয় স্বপ্ন বাঁচাস
এ কোন তোর ভ্রান্তিবিলাস?


নাটাই ধরে উর্ধ্বাশা যতো
নামিয়ে তারে ফেরাও বারে আজ
সংসারেতে বঞ্চনা সইবে কত আর
আশার পথে দিন গুনে কাটবে কত সাঁঝ?


স্বপ্ন পথে নাই বা হলো চলা
আয় ফিরে আয় বুকের মানিকধন,
সুখের স্বপন ভুলে গিয়ে এবার
পরমদুঃখে হোক সত্য গ্রহণ।


ইস্কাটন, ঢাকা, সকাল, ৪ জানুয়ারি’১৭