একদিন শেষ হয়ে যায় সব- নদী শুকিয়ে পড়ে থাকে নুড়ি
আমাদের কথা একদিন পাঠ করবে আগামীর বুড়ো-বুড়ি,
এই সব ভালোবাসা-বাসি- দেহের প্রয়োজন, নানা অজুহাত-
একদিন ভাটা হবে- অতীতকে নিয়ে নিবে ধূসর-নিমগ্ন-রাত।


তোমার এইসব প্রতীক্ষা: প্রহরে প্রহরে দীর্ঘশ্বাস- সেদিন
থাকবে কী, শূন্যে মিলিবে আকাশের নক্ষত্ররা হটাৎ যখন?
এখানে হাত রাখ, বুকের উপর- একশ বছর পর পৃথিবী
খুঁজে নেক আমাদের প্রেমের অস্তিত্বের সমগ্র প্রকাশ। রবি
যদি সেদিন না জ্বলে- না পাওয়া যায় স্মৃতির মালিকা আর
ভালোবাসায় আমাদের নাম থাক শেষেরও পর।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৫ নভেম্বর’১৭