.................................

খ্যাইসুইউ,  
শুনেছি, বিরোধীপক্ষ ক্যাম্পেইন শুরু
করেছে, তোমার ভোট পাই না পাই যাবো না
কাছে, শুধু ভাগ্যের মুখোমুখি দাঁড়াবো
আজ।
জানি, তোমার একটা ভোট আমার কতোটা জুরুরী
মানি, এই ভোটের উপর আমি কতোটা নির্ভরশীল।
রক্ত! নীল বেদনায় ঝরে ঝরে এখন আমি বেদনাহীন
বিশৃঙ্খলা! যৌবনের জীবনে ধীরে ধীরে বহমান
পতন! হয়েছে অনেক জীবন, শহর ও রাষ্ট্রের ঠেকাবে
কে?
জীবন, হোক স্থিরতাহীন, মরুময় কিংবা
ভূবুক্ষ! থাকি চিরকাল
একাকীত্ব! বরণ করবে এই জীবনকাল
ভিখারি! থাকবো বহুকাল
আমি! শুধু যাবোনা ক্যাম্পেইন-এ তোমার কাছে তোমার ভোটের জন্য।


প্রিয়তমা খ্যাইসুইউ,
জানি, তোমার একটা ভোট আমার কতোটা জুরুরী
আমার। তবুও যাবো না এখন তোমার কাছে
ধ্বংস! হোক এ বিশ্ব
সৃষ্টি! হোক নতুন কোন মহাবিশ্ব, ৬তম কোন মহাসাগর
আবির্ভূত ! হোক নতন কোন ধূমকেতুর
গলুক! হিমালয় নতুবা
জমাট! বাধুক সাত সমুদ্রের পানি
আমি! যাবোনা ক্যাম্পেইন-এ তোমার কাছে শুধু তোমার ভোটের জন্য।


প্রিয়তমা আমার খ্যাইসুইউ,
মুখোমুখি! দাঁড়াবো যদি দেখি
খাদ্য! তুমি কোন নরখাদকের
শিকার! প্রথমে হবো আমি যদি দেখি
মুখোমুখি! তুমি কোন নর শিকারির।
ভেঙ্গে! যদি পড়ে আকাশ
রুখে! দেব আকাশের পতন তার আগেই।
গদ্যময়! হোক জীবন যদি না বুঝ তুমি কবিতার সুর
ধ্বংস! চাইনা শুধু তোমার
জানি, তোমার একটা ভোট আমার কতোটা জুরুরী
আমি! দাঁড়াবোনা ক্যাম্পেইন-এ তোমার সামনে শুধু তোমার ভোটের জন্য।  


প্রিয়তমা আমার সুন্দরী খ্যাইসুইউ,
দেখ! চন্দ্রিমা আমার জয়ে নিশ্চিত
মেঘ! সরে দাঁড়িয়েছ সামনে থেকে
একত্রীত! রেল লাইন কথা বলে দূর সীমানায়
প্রস্তুত, আকাশের তারারা অধির অপেক্ষায়
পরিষ্কার! নিজের ছবি ভাঙ্গা আয়নায়
চাই! এখন শুধু তোমার ভোট
কিন্তু! যাবো না এখন তোমার সামনে তোমার ভোটের আশায়
আমি! দাঁড়াবোনা ক্যাম্পেইন-এ তোমার সামনে শুধু তোমার ভোটের জন্য.