একজন মানুষ-
কোথায় আঘাত পেলে কবি হয়
কখন দুঃখ পেলে কবি
অস্তিত্ব খুঁজে কবিতার ছন্দে?


একজন মানুষ-
কোথায় ব্যাথা পেলে শিল্পী হয়
কখন যন্ত্রণা পেলে শিল্পী
অস্তিত্ব খুঁজে শাদা ক্যানভাসে?


একজন মানুষ-
কোথায় ঠোকর খেলে পথচারী হয়
কখন বিভ্রান্ত হলে পথচারী
অস্তিত্ব খুঁজে পথের ফুটফাটে?


একজন মানুষ-
কোথায় হোঁচট খেলে পাগল হয়
কখন বিবস্ত্র হলে পাগল
অস্তিত্ব খুঁজে পাগলা গারদে?


একজন মানুষ-
কোথায় ঠোকাঠুকি হলে প্রেমিক হয়
কখন হৃদয় মোষড়ালে প্রেমিক
অস্তিত্ব খুঁজে প্রেমিকার বুকে?


একজন মানুষ-
কোথায় হৃদয়বিদারণ হলে বিপ্লবী হয়
কখন গৌরবচ্যুত হলে বিপ্লবী
অস্তিত্ব খুঁজে বন্দুকের ট্রিগারে?


একজন মানুষ-
কোথায় স্বার্থ দেখলে রাজনীতিবিদ হয়
কখন দলচ্যুত হলে রাজনীতিবিদ
অস্তিত্ব খুঁজে বিপক্ষ দলের আস্তানায়?


একদল মানুষ-
কোথায় আঘাত পেলে দ্রোহী হয়
কখন অপদস্ত হলে দ্রোহীরা বিদ্রোহী হয়ে
অস্তিত্ব খুঁজে গণতন্ত্রের দেশে?


সব মানুষ যদি মানুষ হয়, ঈশ্বর যদি এক হয়
কোথায়, কখন, কিভাবে জম্মালে
মানুষ ভিন্ন ভিন্ন হয়-
চাকমা হয়, মারমা হয়, বাঙ্গালী হয়?
কেন মানুষ নয়?
(30-08-2015)