মানব হৃদয়ে সুখের অলক্ষে
বিষাদ যাতনা ছড়ায়,
কেহ কেহ সেই যাতনা ঘাতে
অন্ধকারে হারায়।


কেউবা আবার জিবন নদীতে
জোয়ারের টানে ভাসে।
গভীর ভাবুক কবি'র হৃদয়ে
বিষাদ গোপনে হাসে।


বিষাদের দাহে মৃদু আচে
জ্বলে মন,
মাতাল অনুভব তোলে শিহরণ
কিছু মুহুর্ত-ক্ষন!


কাপাকাপা স্বরে সে যেন,
কি যেন বাতায়?
না জানি কি যেন কহে,
তাহারো অজানা ভাষায়।


না জানি কি যেন খোঁজে?
তাহারি স্মৃতিরো পাতায়।
জানে না,মানে না চোখেরি মনেতে
স্বপ্ন কত যে আঁকায়।


জিবনের কোলে,
বিষাদের পাড়ে হৃদয়।
অচেনা ঢেউয়ের চেনা আঘাতে
ভাঙ্গে পাড়-
হয়তো এখনি জিবন
জানাবে বিদায়...✍