জানিনা   কবে শেষ হবে
      বিশ্বজুড়ে এই অযথা রক্তক্ষয়
       জানিনা কখন ভাঙবে ওদের ঘুম
         আর মানুষের হবে চৈতন্যোদয় ৷
      তবে সেতো একদিন হবেই
     কারণ কখনো ব্যর্থ হয়না রক্তদান
      সেই ভরসায় খেয়েছি বুলেট
      কলিজাকে করেছি খান খান ৷
      এ অনাচারের আঁধার ঘুচিয়ে
      জাগবে ন্যায়ের নূতন আলো
      এই হানাহানি রক্তক্ষয় ভূলে
      একে অপরকে বাসবে ভালো ৷
     সবুজ গাছের     বুকে তাই সদায়
   ঠিকরে পড়বে নূতন আলো ৷                                
                 উৎসব মাঝে জানি আনন্দ করাই রীতি
                 তবু তার মাঝে গড়েউঠে গভী র সম্প্রীতি
                 তবে উৎসবের উৎস যদি মোরা খুঁজি
                 দেখি সেথা সতেজ হৃদয়ই হয়েছে পুঁজি৷
                 হাটে মাঠে শ্রমিক কৃষক ঝরায় যে ঘাম
                উৎসব মঞ্চে তারা পায় তার কিছু দাম ৷
                মাঠের ফসল আর কলের সেই নির্মাণ
                খুসির মিলনে রচে যে উৎসবের প্রাণ ৷
                উৎসবে মেলে তাই জীবনেরই সুঘ্রাণ,
                লব দুঃখ যন্ত্রণার হয় ক্ষণিকঅবসান৷
                কঠিন বাস্তবও সেথা মানে পরাভব
                উৎসবে যেন পায় সুখী কল্পনার অনুভব ৷
…………………………………………………………………….