ওরে আজ কার আগমনে
বাতাস হল এত চনমনে
ওরে প্রকৃতির সাদা বুকে
সুকৃতীর আলো পড়ে মুখে
ফুটে উঠে দেখ কার হাসি
আমার মা  আর  ওদেরর মাসি
সবাই তারে কত ভালবাসি ।
ঐতো পাখী আগমনী গান গায়
    সিউলী তো আলপনা এঁকে যায়
    আর হিমেল বাতাস গন্ধ ছড়ায়
     সবার মন তাতেই যে ভরে যায় ।
     ফুল ,পাখি গায় দেখ আগমনী
    ঘরে আসেন  জগৎজননী
     মন খুলে গাও তাই আগমনী ।
কত যূগ ধ”রে কতদিন ধ”রে      
খুঁজেছি তোমায় তো ঘরে ঘরে ,
তবু পায়নিতো কোন সন্ধান ,
শেষে বুঝি (তোমার )  প্রাণেই অধিষ্ঠান ।