তোমরা এগারটি অনির্বাণ শিখা
         আসামের ঘরে
         বাংলার তরে
         জ্বাললে যে দীপ-অহমিকা৷
           রক্ত দিয়ে সবাই
           বরাক উপত্যকায়
          গড়লে বড় প্রেমের পরিখা৷
           তোমরা এগারটি অনির্বাণ শিখা
              হ’য়ে ভাষার শহীদ
              গড়ে দিলে জীবনের ভিত  
              আমাদের পড়ালে জয়টিকা ৷
              তোমরা এগারটি  অনির্বাণ শিখা
                  তোমাদের আলো
                  আজ সবে পথ দেখালো
                  জিতে নিল দাবী না ক’রে ভিক্ষা ৷
                তরণী ,শচীন ,সুকোমল ,চন্ডী ,কানাই
                সত্যেন ,বীরেণ ,হিতেশ ,সুনীল সবাই
                তাদের সাথী হলো কুমুদ ,কমলিকা
               এভাবে এলো এগারটি অনির্বাণ শিখা