তুমি কি চেনো
        তোমার অশরীরী আত্মাকে
       যে তোমাকে ঘরে ঘরে
       বানায় একান্তস্বার্থপর
      ,তারপর কোন একদিন
       কোন অসতর্কে মুহূর্তে
      রেখে যায় ভোগসর্বস্ব দেহ
      আর কিছু ক্ষণস্থায়ী স্নেহ ৷
      সত্যই কি চেনো
     তোমার সে আপন সত্তাকে
     স্বার্থপর ব’লে যার
     রয়ে গেছি চির অখ্যাতি;
    এ দেহের ভান্ডার থেকে
    নিত্যদিন শত আর্তি রেখে
   ভেদগুণেগড়ে দেশ,ধর্ম ,জাতি ৷
    তাই বলি আত্মাকে না জেনে সঠিক
    দেহকে করো নাক কলুষিত ৷
    সবকিছু দিয়ে পরহিতে
    আত্মার মহত্ব কর উদ্ভাষিত ৷