বিবেককে দিয়েছি সমাধি
      মনুষ্যত্বকে দিয়েছি বিসর্জন ,
     তাই সব ঐতিহ্য সংস্কৃতি ভূলে
    জাতিগত রাজ্যের এক ধুয়া তুলে
   করে চলেছি যে রক্তস্নান  ৷
   এ দেশ ও জাতি হল মহান,
   সেখানে বহু জাতিরহয়েছে মিশ্র ণ
   বহু সংস্কৃতির হয়েছে মিলন ৷
   তবু সেখানে এক জাতির হল উথ্থান
  তারা মিত্রর  উপর শত্রুরে দিল স্থান
  শত্রুরা পরোক্ষে চাই রাজ্য বিস্তার  ,
উপত্যকার শান্তিবিঘ্নতে নয় তৃপ্ত তারা
নূতন উপদ্রুত সীমান্ত চাই তাই  ৷
বিদেশীর হাতে হ’য়ে ক্রীড়ানক
ছিঁড়ে ফেলে যত্নে গড়া সম্প্রীতিরহার
তাদের দেশকে করে ছারখার
       তাতে কেউ কি পাবে নিস্তার ?
……………………………………………………………………