জানিনা কোন সুদূর অতীতে
                           মাতার অমর্যাদার প্রতিবাদে,
                          পিতৃ –আজ্ঞায় ,এ ধরায়
                        করেছিলে তুমি ক্ষত্রিয়হীন ,
                         একবার নয় ,কয়েক বার ।
                        আর আজ পথে ঘাটে রাত্রিদিন
                       ঘটে চলে মাতৃজাতির অপমান ,
                      তখন কোথায় তোমার সে কুঠার ?
                     যার আঘাতে হবে কুকর্মের অবসান !
                  হে বিপ্র ,তুলে নাও দেখি ক্ষিপ্র
                 আবার সেই মন্ত্রপূত হাতিয়ার ,
                  অহেতুক সংযম নয় আর ;
                  দূর্বৃত্ত ও দুরনীতির চাই সংহার।
                  পথে ঘাটে রাজ্যে রাজ্যে নারী নির্যাতন
                 সভ্যতার বিরূপ বিপর্যয় এমন ,
                তোমার পৌরষে করে নাকি আঘাত !
              করে জানি নিশ্চয় ,তাই হও অগ্রসর
             কঠিন দন্ড দিতে ,নয় শুধু অভিসম্পাত ।
            তোমার কুঠারাঘাতে আজ /সব অবক্ষয় ,দুর্নীতি পাক নিপাত ।
          সব অবক্ষয় ,আর দুর্নীতি পাক নিপাত ।