বড় ক্লান্ত,  ক্লান্ত  লাগে  সখি
         শুনি বটে গান গায় ঝরা আমলকী
        তবুও ধরিতে পারেনি সে সুর
         মন যেন আজ নেশায় চুর
       দূর থেকে দেখি ছোটে রেসের জকি ৷
       বড় ক্লান্ত ক্লান্ত লাগে সখি
        তাই বুঝি মাঝে মাঝে প্রলাপ বকি
        বুলেটের কুঁচিগুলো ভরেআছে বুক
        জীবনের জয়গানে তবু এলোনাতো সুখ ;
          তবুও জনতা ডাকে,তাই উঠি চমকি
        বড় ক্লান্ত ক্লান্ত লাগে সখি ৷
         বড় ক্লান্ত ক্লান্ত লাগে সখি
        স্বপ্ন সব ঝরে,ঝরে আমলকী
       দেশ জাতি মিথ্যে আজ সত্য নিজ লোভ
       অপরের উন্নতিতে জাগে হিংসা ,ক্ষোভ
        দেশ তুচ্ছ তার ,চায় শুধু নিজস্ব সম্পদ
        না পেলেই সন্ত্রাস ,পথেঘাটে শুধু বিপদ
       বড়ই ক্লান্ত ,উৎভ্রান্ত তাই সখি             বড় ক্লান্ত লাগে ঃ
                (এক  স্বাধীনতা সংগ্রামীর  বিলাপ