আবহমান কাল ধ’রে
                   আমি হাঁটছি,হেঁটেই চলেছি
                  এখনো হাঁটি
                 এক ঘর থেকে অন্য ঘরে
                  এক পথ থেকে অন্য পথে
                 এক জগৎ থেকে অন্য জগতে
               পথে কখনো পেলেম  জয়মালা
                         কখনো  পেলেম  চাঁটি
            কখনো খেলাম  ভেজাল
                   কখনো খেলাম  খাঁটি ৷
           পোষাক কখনো ছেঁড়া, ময়লা
           কখনো তা পরিপাটি ৷
            কখনো ঠাঁই কারো দাওয়ায়
           কখনো আপন ভিটেমাটি ;
           কখনো উড়েছি হাওয়ায়
           কখনো ধরেছি লাঠি
           তবু আমি হাঁটি ৷