নদীর কাছে সবুজ মাঠে ছড়িয়ে এলোছুল
কবরী দামে গাঁথতে চেয়ে তুলছোনানা ফুল ৷
  দোয়েল পাখি গাছে থাকি তুলছেনানা সুর
  মেঘের পরে বকেরা উড়ে,নয়বেশী সে দূর ৷
   নীরব হ’য়ে একঠা চেয়ে থাকবে কতক্ষণ !
   ওই দেখনা মৌমাছিরা করে যে ভনভন ৷
   হরেক রঙের ফুলে ফলের দেখছো তো গমক
   শিশির মাখা গুছিয়ে রাখা শষ্যেরা দেয় চমক৷
   হাল্কা বাতাসে কী গন্ধভাসে সোনালী ধানের
   সুন্দর প্রাণে উঠে আনজানে সুরসে গাণের ৷
   শিউলি ফোটে শাশুরা ছোটে শুনে ঢাকে কাঠি
  নতুন কাপড় মারে যে থাপর কত্তারলাগে দাঁতকপাটি ৷
  বাবুসোনা করে আনাগোনা চায় যে কিছু উপরি
   নইলে সবার বায়না মেটার ধরা পড়ে চাতুরি ৷
   পূজা মরশুম লাগায় ধূমআসে বড় বড় পূজা
   আসেন বিশ্বকর্মা ,সিদ্ধিদাতা ,মা কালী ,দশভূজা ৷
সেইসাথে কত মিঠাই ঘরে ঘরে পাই খেতে
গলাগলি কোলাকুলি করি সবে পথে যেতে৷
বিজয়ায় মহরমে ভাই এভাবে গড়ি সম্প্রীতি
শরতের দান এখানে মহান সদা দেয় প্রীতি