রিম ঝিম বৃষ্টি  কত মিষ্টি তাতে ভেজে মন
                দোল খায় হাওয়া পায়   তাতে ছন্দেরই সমন ৷
                  ঘুম ঘুম রুম ঝুম ঢুলু ঢুলু চোখ যখন
                 লাল জামা গায়ে হামা দিয়ে পূবে উঠে তপন ৷
                 এই আলো এই কালো দিনের হাল যখন
                কোন কাজে পায়না যে সুখ অধরা মন ৷
                সাড়া দেয় ডেকে নেয় দূরের সবুজ বন
               ভয় হয় বায়ুু বয় শব্দ উঠে সন্ সন্ ৷
             পড়াশোনা কথা বোনা হবে নাক এখন
              মুড়ি তাজা তেলে ভাজা পেতে চায় যে মন ৷
                তবে খিঁচুড়ি আলুঝুরি সাথে দই-ইলিস
                গন্ধে মাতায় দেরী সয় নাই হাত ইসপিস ৷
               চাটনী মিহিদানা তৃপ্ত রসনা,কী বা চাবে মন
                মুখে পানসাথে গান ধন্য হল বারি বরিষণ ৷
……………………………………………………….