জামাই ষষ্টি
           শাস্ত্রে শুধু নয় সংসারেও নিত্য হয়
            সম্প্রীতির তরে নব নব পরিচয় ,
             সেইমত বধুমাতায় কন্যা মানা হয়
             দেবরে ফোঁটা দিয়ে সে ভগিনী হয় ৷
              শ্বশ্রুমাতা ষষ্টীপূজা ক’রে সমাপন
               ফোঁটাসহ ফলমিষ্টি জামাতায় ক’রে অর্পণ
               পুত্ররূপে জামাতায় ক’রে থাকেন বরণ ;
                সুস্বাদু নানা আহারে উপহারে হয় তার সমাপন ।।
                 এইভাবে উৎসব আনে সমাজে নানা সম্প্র্রীতি
                 সেইমত জামাইষষ্টী জানায় শ্বশ্র্রুমার প্র্র্রীতি ৷
                 এইভাবে নানা ব্রত,পরবের হল সমাজে শুরু
                 জানিনা কবে হতে আর কে ছিল তার গুরু ।
                  তবু জানি জামাতার মুখে হাসি এইদিনে
                   বড় সহায়ক হয় তার মন নিতে  চিনে ।।