রথযামানুষ হারিয়ে ফেলেছে যে পথ
সেই পথের দিশা দেবে জগন্নাথের রথ ৷
যা সত্য ও ন্যায়ের প্রতিম ,
যা আদিও অকৃত্রিম,
তারই সাধনায় হ’য়ে সামিল ,
ধ্রুব পথের দাও খুলে খিল ৷
খুঁজে নিয়ে সে হারানো পথ
সেখানেই  নেবি সম্প্রীতির শপথ ,
আর ওই পথেই যদি হাঁটি চিরকাল
ঘুচে যাবে সমাজের সব বেহাল ৷
জগন্নাথ নয় জেনো কভু ঠুঁটো
অদৃশ্য যদিও তার হাতের মুঠো ,
যা দিয়ে হয় সত্যেরই নিয়ন্ত্রণ ,
রথযাত্রার এইতো দিগদর্শন ৷
প্রগতির রশিতে সবে মিলে দিলে হাত
জীবনের রথতো গড়াবে খুসীর সাথ
তোমার সাফল্যে তখন হাসবেন জগন্নাথ
সৌভাগ্য  দেবে তবে সকলের সাথ ৷
……………………………………………
ত্রা