দূর থেকে মনে হয় সব যেন ছবি৷  
              সোনালী চাঁদের মতো আমার এ পৃথিবী৲৲
              সেথা হাসি খুসীমাখাদেখি মানব মানবী ৷
               কিন্তু বাস্তবেতো এসব দেখি মেলাভার
                গ্রামে গঞ্জে আজশুনি শুধু হাহাকার
                সবল দুর্বলপ্রতি ক’রে যায় যে অত্যাচার ৷
               জীবনের জানলার রডে দেখি ধরেছে জং
               জানিনাতো কিভাবে ফিরে পাব তার রং
             তবু জানি সবে যদি আগায় ছেড়ে সব ভরং
             সকলেই মানুষ হব ঝেড়ে ফেলে বাজে রঙ ৷