তুমি ছিলে লেটোগানের কবি
               তুমি ছিলে সেই ‘লিচুচোর’ সাথী
              তুমি ছিলে ভবঘুরে ,বহুরূপী  
               তুমি ছিলে ব্যথিতের সমব্যথী ৷
               তুমি ছিলে সাম্য ও মৈত্রীর কবি
                তাই গেয়েছিলে সম্প্রীতির গান
                কর্মে দেখছ তুমি মৈত্রীর ছবি
                আর সমাজে রেখেছ ধর্মের মান ৷
               তুমি তো দেখছ বিভেদের ছবি
                তাই গেয়েছ মিলনের গান ,
               তুমি যে ছিলে শ্রমিকের কবি
                তাই গেয়েছ বহু শ্রমের গান ৷
                তুমি ছিলে যে মানুষের কবি
                তইলিখেছিলে মনুহ্যত্বের গান
                তুমি ছিলে মরমী প্রাণের কবি
                   তাই বেঁধছিলে প্রেমের গান৷
                 তুমি ছিলে জাতিমিলনের হোতা
                  তাই প্রিয়া,পুত্রবধূ হিন্দু দুহিতা
                   তুমিছিলে সবহারাদল-নির্মাতা
                   তবুকরনি নেতা হওয়ার ভনিতা ৷
                    তোমার অভাব ফুরিয়েছে সে সুখ
                     আজ গ্রাম গঞ্জ সব হল জঙ্গল
                    তুমি নাই তাই ভাঙ্গা সে সেতুমুখ
                   তোমার কবরে তাই ফেলি অশ্রুজল ৷
………………………………………………………………………………………………………………