খবরের পা নেই
তবু সে যায় তড়াতাড়ি
ছোটে এবাড়ি সে বাড়ি,
প্রথমে চলে কানে কানে  
তারপর গল্পের শ্রোতের টানে ;
কীঘটনা কে জানে ,
তবু তা হয় রটনা
মুখেমুখে,কাগজে,বেতারে ,
টিভির সিরিয়ালের সংসারে ৷
মিথ্যা,সত্য ,তত্ত্ব ,তথ্য
সব হ’য়ে একাকার
কাঁপিয়েতোলে সংসার ৷
রাতদিনকত খবর
কোনটা হাস্কা,কোনটা জব্বর ৷
ফিসফাস থেকে হ’য়ে অক্টোপাস
খবর অবিশ্বাসেও গড়ে বিশ্বাস ;
এভাবেই চলবে দেশে দেশে
খবরের নিত্য  অধিবাস ৷


…………