পানিপথ
         হায় পানিপথ
            যগ যূগ ধ’রে
           তোমার বুকের উপরে
           ধেয়ে গেছে যুদ্ধের রথ,
           তাতে ভেঙ্গেছে বহু ঘর
           ভেঙ্গেছে কত পাঁজর ;
           তবু তুমি রয়ে গেছ নিরুত্তর ৷


       কত স্বপ্ন হয়েছে চূর্ণ
n     কত আশা হয়ঃছ পূর্ণ
       রক্তে হয়েছে পথ পিছল
      তবে আজও রয়েছো অবিকল
      শুধু শাসনের হল হাতবদল ৷
      আজ আর রক্ত ঝরেনাহেথা
     ঝরে শুধু দেহ হতে ঘাম
     ৲কৃষিতে ও শিল্পে অবিরাম ৷