যা দেখি তা সবই দেখার নয়
অনেক অসুন্দর আছে জগৎময়
অনেক কুরুচি দেখি আছে পথে ঘাটে
চেতনা সেখানেতে মানে পরাজয়,
তবু তারা বিশ্বের নিকৃষ্টতম নয়;
সবচেয়ে দুর্বোধ্য আমারই মন,
অহরহ আসে সেথা হাজার সমন
কিন্তু কানপেতে কোনদিন শুনিনা তা
নইলে আজ যা একান্তই নির্বুদ্ধিতা
কাল কেন হয় তা এক সুন্দর স্বপন ?
হয়তো যেভাবে দেখি তাই ঠিক নয়
কিম্বা যা দেখি সেটা মোটে দেখার নয়;
অসুন্দরেও মন তাই কভূ মুগ্ধ হয়  ৷
তাই বলি সব কিছু শুধু দেখার নয়,
চিন্তার আলোকে সবকিছু ফেলতে হয়৷