আমি আকাশের কাছে শিখি    
   অসীমের রূপ
ফুলের কাছেতে শিখি
প্রকৃতির স্বরূপ ৷                          
পাখীর কাছে শিখি
অচেনা বহু সুর
পরিবেশ কাছে শিখি
নিয়মের বন্ধন প্রচুর ৷
হিংস্র পশুর কাছে শিখি
সন্তানের কদর
গাছের কাছে শিখি    
গুণভারে হতে নত ,
মানুষের কাছে শিখি
গুণভারে হতে উদ্ধত  !
তাই বুঝি আজ ভাঙ্গে ঘর
কোন বিধির নাই সমাদর