রাঙামাটির এ দেশ তাই বহুজনের রাঙা বেশ
রুক্ষ ছিল মাটি, তেলাভাবে রুক্ষ কেশ,
সেখানে ছিল না অন্নচিন্তা তবু দেখা দিল অন্য চিন্তা
শিক্ষাদীক্ষার মোহ আর শিল্পের  কত ভণিতা
হল যে ডাঙ্গার মানুষ সরোষ, সেও আজ  সরস                                    
রবিরগুণে  বাউল শুনে পেল শান্তির পরশ
কালো মাণিক লোহা খানিক আর সে খড়িমাটি
তাই সে ভূলে দুঃখ তুলে হলো আরো পরিপাটি
ভূবনডাঙ্গায় মনের ছোঁয়ায় হল শান্তিনিকেতন                  
নিয়ে শান্তি সুধা জ্ঞানের ক্ষুধা মিটাল বিশ্বজন                        
কাব্যগাথায় ,গল্পকথায় চিত্রে প্রকাশ  রবির মন
ঘূচায় মন মানব সেবায় হল সবার আপনজন
প্রথাগত বিদ্যে সঙ্গে শেখে নানা হাতের কাজ  
নানান চাষ, বারমাস আর তাঁতের নানান সাজ
ভিক্ষা ভান্ড হাতে আছে ,আছে বৈষ্ণবী তিলক
সবতন্ত্র ধরে মন্ত্র পড়ে, দেখে লাগে সবার পুলক
কোথাও অবন, নন্দ, রামকিঙ্কর গোবিন্দ গড়ে চিত্রকলা  
সেথায় শান্তিদেব কনিকা সাধে তাদের সুরেলা গলা    
শাক্তভূমে জয়দেবে প্রেমের হয় যেমন বৃদ্ধি ,
কৃষি মৃৎশিল্প ও জ্ঞানে গুণে তেমনি হক সমৃদ্ধি
রবির সাথী সঙ্গীরা সব নিয়ে এল হেথা প্রাণ ,
সূচনা যার করে গেছে জয়দেব,বামা নীলকণ্ঠ মহান।