দিনটা হল আজ প্রেমের দিন নামে ভ্যালেনটাইন  
      যূগলে যূগলে সবাই মিলে দিনটা করে’ফাইন ‘
        সবার হাতে আছে গোলাপ নাই যার কাঁটা
      প্রেমের বাণী বুকে যাদের আছে শুধু সাঁটা ৷
     নতুন কিছু নয় এটা ,আছে বহু উদাহরণ  
    দুষ্মন্ত শকুন্তলা লায়লা  মজনু কর স্মরণ  ৷
বসন্তপঞ্চমীতে হেথা  হয় যে  মিলন  মেলা
যুবক যুবতী মিলে সেথা করে নানা খেলা ৷
ঐদিন বালিকারা হ’য়ে যায় যেন পূর্ণ নারী
কন্যারা সব গরবিনী প’ড়ে বাসন্তী শাড়ী ৷
তার সাথে আজ যুক্ত মুঠোফোনে মিঠে বুলি
রেস্তরায় দেখে নাচ ,খায় কোপ্তা ,চিকেনগুলি ;
বন্দোবস্ত আছে সেথা নিবিড় আলিঙ্গনের,
প্রেয়সীর মনোরঞ্জনে নিভৃত চুম্বনের ৷
তবে এই প্রেম খুব কম রয় জীবনভর
তাই বুঝি ক্ষণিক তৃপ্তির এই অবসর ,
ভ্যালেনটাইন ডের স্বার্থে পায় সমাদর ,
পরে বোঝে কাঁটাহীন গোলাপ পাওয়া দুষ্কর ৷৷
তবে যদি এই প্রেম রয় জীবনভর