কবি তুমি শুনছ ,ওরা গুমরে গুমরে কাঁদে
           কবরের মাঝে ওরা রোজ রোজ কাঁদে ,
           ওরা ভাবে আমরা গেছি ভূলে ওদের
           ভূলেছি ওদের সেই আত্ম-বলিদান ,
          রক্ষা করতে মাতৃভাষারই সম্মান ৷
          ওদের ভূলিনি,হাজার আলম তাই
         একসাথে হেথা মিলিছি সবাই  ;
         আমরা বলছি –‘কেউ কাঁদতে আসিনি
          কারো চোখেতো ঝরেনা পানি
         সেখানে দেখি আগুনের ফুলদানি ৷
         পাশে দাঁড়িয়ে ইজ্জৎহারা বোনেরা
       মাথা নীচু ক’রে দেয় নিবিড় ভরসা ,
       আর মায়েরা বলে’মোরা শহীদের মা,
     তাই কান্না মানায় না ,পুত্ররা কী জানেনা
      আমাদের চোখে জ্বলে শুধু আগুন,
      যা ভূলতে দেয়না সেদিনের খুন   ৷
     কিন্তু যারা দেশে বিদেশে পেতে মান ,
       মাতৃভাষারে নিত্য করে অপমান ,
      বৃথা কি নয় ওদের বিদ্যা ,সম্মান 1
       একুশ যেন বছরে নয় শুধু একদিন
       শুধু নয় অলীক আবেগ  মূর্ছছনা সামিল
     বাস্তবে একুশ জাগুক জীবনে প্রতিটা দিন ৷