এসো বন্ধু আজ এ বিশ্বের মাঝ এ মাটর তিলক পড়াও
বুকে বুক এনে সব প্রাণে প্রাণে অগুরু চন্দন লাগাও ৷
মাটি ছিল খাঁটী শুদ্ধ পরিপাটি আজ তা রক্তেতে পিছল
যূগে যূগে লোকে ভূগে দুখ শোকে পড়েছে দাসত্ব শিকল ৷
অমৃতের পুত্ররা  বিশ্বে দিল ধরা হলো আজ ঠাঁই ঠাঁই
কোনও ছুতোয় প্রেমের সুতোয় ছিঁড়ে ফেলা বড় দায় ৷
বহুকাল ধ’রে বিশ্বের ঘরেঘরে যারা বন্ধু পরস্পর
তারা কখনো মনে মনে জেনো হ’তে পারে কি পর1
হাজার বর্ষ ধরে যারা পরস্পরে নিত্য মিলে মিশে আছি
আজও কেন নই সত্যসত্যই হৃদয়ের কাছাকাছি  ?
যে প্রেম দিল ধরণী ধরিল বুদ্ধ নানক চৈতন্য
সেথা মন্দির মসজিদ আর গির্জার ভিত হয়কিভিন্ন 1
এই ধূল মাটি বড় পরিপাটি দেয়তো সবার আহার
একই আকাশ একই বাতাস পায় সবে বারবার ৷
তবে কেন মিছে ধ’রে রাখ পিছে রক্তভোগী তলোয়ার
গলে গলা দিয়ে পুষ্পমালা নিয়ে গড় সম্প্রীতির হার ৷
সবে বন্ধু বেশে চৈতন্যর দেশে চৈতন্য জাগাও
সবে এসো তাই হাতে হাত মিলায় ,এই শুদ্ধ তিলক লাগাও ৷